শার্শার গোগা সীমান্ত থেকে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ৭ লাখ ৩৩ হাজার ৪শ’ ৮০ টাকার মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।
সোমবার দুপুরে উপজেলার ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে পাচারকারী সদস্যের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা বিজিবি ক্যাম্পের নায়েক নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, দু’টি নসিমনে করে ভারতীয় মালামাল পাচার করছে চোরাকারবারীরা। পরে শার্শার ইছাপুরে নসিমন দু’টিকে ধাওয়া করলে
নসিমন দু’টি ফেলে রেখে চোরাকারবারী ও নসিমন চালক পালিয়ে যায়।পরে নসিমন দু’টি আটক করে ক্যাম্পে এনে তল্লাশি চালিয়ে ৬শ’ ৯০ কেজি ভারতীয় চা পাতা, এক হাজার ২৮ পিস ভারতীয় বডি লোশন, ৮৫০ পিস ব্লাক কাজল পাওয়া যায়।
এ সময়ে পাচার কাজে ব্যবহৃত ২ টি নছিমনও জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা করা হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা